Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

রেজিস্ট্রী অফিসে নাগরিকদের সেবার তালিকা

১। স্থাবর অস্থাবর সম্পত্তির হস্তান্তর দলিল রেজিষ্ট্রী করা হয়।

২। দলিল রেজিষ্ট্রীর জন্য গ্রহনের পর বালামে নকল পূর্বক তাহা স্থায়ী ভাবে সংরক্ষণ করা হয়।

৩। কোন দলিল হারাইয়া/ধ্বংস হইলে অথবা দলিলের লেখা অস্পষ্ট হইয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি/ অন্য যে কোন ব্যক্তি তাহার প্রয়োজনে এখান

    হইতে দলিলের নকল সংগ্রহ করিতে পারেন।

৪। প্রত্যাশিত ব্যক্তি বা সংস্থা তল্লাশীর মাধ্যমে হস্তান্তরিত দলিল সংক্রান্ত সকল তথ্য পাইতে পারেন।

৫। প্রত্যাশিত ব্যক্তি বা সংস্থা তল্লাশী করিয়া এখান হইতে দলিল লিখন/তল্লাশকারীর মাধ্যমে এন.ই.সি পাইতে পারেন।

দলিল রেজিস্ট্রেশন এবং নকল ও তথ্র সংগ্রহের জন্য ব্যয়ের হিসাব রেজিস্ট্রেশন ফিস

১। বিক্রয় কবলা, দানপত্র, হেবা, বিনিময়, নাদাবী, সেটেলমেন্ট ইত্যাদি দলিলে সম্পত্তির মূল্যের উপর কমপক্ষে ১০০/- এবং সম্পত্তির মূল্য ৫০০০/- টাকার অধিক হলে ২% হারে।

২। কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অনুকুলে সম্পাদিত কোন বন্ধকনামা দলিল দ্বারা যে পরিমাণ অর্থকে নিরাপত্তা প্রদান করা হয় উক্ত পরিমান অর্থকে দলিলের মূল্য ধার্য ক্রমে নিম্নবর্ণিত হারে ফিস প্রদেয়ঃ-

ক) অনুর্ধ ৫ লক্ষ টাকা =১% কিন্তু > ২০০/০০- ৫০০/০০< টাকা।

খ) ৫ লক্ষ টাকার উর্দ্ধে কিন্তু অনুর্ধ্ব ২০ লক্ষ টাকা = ০.২৫% কিন্তু > ৫০০/০০- ২০০০/০০< টাকা।

গ) ২০ লক্ষ টাকার উর্দ্ধে = ০.১০% কিন্তু > ৩০০০/০০- ৫০০০/০০< টাকা ।

৩। স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তির ক্ষেত্রে সম্পত্তির মূল্যের উপর নিম্নবর্ণিত ফিস প্রদেয়ঃ

ক) অনুর্ধ ৫ লক্ষ টাকা = ৫০০/০০ টাকা ।

খ) ৫ লক্ষ টাকার উর্দ্ধে কিন্তু অনুর্ধ ৫০ লক্ষ টাকা = ১০০০/০০ টাকা ।

গ) ৫০ লক্ষ টাকার উর্দ্ধে = ২০০০/০০ টাকা

৪। মুসিলম ব্যক্তিগত ধর্মীয় আইনের (শরীয়ত অধীন মৌখিক দানের মাধ্যমে স্বামী-স্ত্রী, পিতা-মাতা-সন্তান, পিতামহ/মাতামহ/পৌত্র/পৌত্রী/ দৌহিত্র-দৌহিত্রী, সহোদর ভাই, সহোদর বোন এবং সহোদর ভাই-বোনদের মধ্যে স্থাবর সম্পত্তির হেবা বিষয়ক ঘোষনার দলিল  (Declaration of Heba)- সম্পত্তির মূল্য নির্বিশেষে ১০০/০০ টাকা।

৫। স্থাবর সম্পত্তির বন্টননামা দলিল বৃহত্তম পক্ষ বাদে অন্যান্য পক্ষের সম্পত্তির মূল্যের সমষ্টির উপর নিম্নবর্ণিত হারে ফিস প্রদেয়ঃ

ক) অনুর্ধ্ব ৩ লক্ষ টাকা = ৫০০/০০ টাকা।

খ) ৩ লক্ষ টাকার উর্ধ্বে কিন্তু অনুর্ধ্ব ১০ লক্ষ টাকা = ৭০০/০০ টাকা ।

গ) ১০ লক্ষ টাকার উর্ধ্বে কিন্তু ৩০ লক্ষ টাকা = ১২০০/০০ টাকা

ঘ) ৩০ লক্ষ টাকার উর্ধ্বে কিন্ত ৫০ লক্ষ টাকা = ১৮০০/০০ টাকা

ঙ) ৫০ লক্ষ টাকার উর্ধ্বে= ২০০০/০০ টাকা।

৬। ট্রাস্ট দলিলের ক্ষেত্রেঃ

ট্রাস্ট তহবিল এবং ট্রাস্টে অন্তর্ভক্ত সম্পত্তির মূল্যের সমস্টিকে মূল্য ধার্যক্রমে নিম্নবর্ণিত হারে ফিস প্রদেয়ঃ-

ক) ৫ হাজার টাকা পর্যন্ত= সর্বনিম্ন ১০০/০০ টাকা

খ) ৫ হাজার টাকার উর্ধ্বে= ২৫০০/০০ টাকা