মন্ত্রণালয়ের নামঃ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
বিভাগঃ
আইন ও বিচার বিভাগ।
বিচার শাখা-৬
কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানঃ
নিবন্ধন অধিদপ্তর।
জেলা পর্যায়ে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানঃ
জেলা রেজিস্ট্রারের কার্যালয়।
সোনাতলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের বর্তমান সাংগঠনিক কাঠামোটি নিম্নরূপ-
ক্রমিক নং | পদবী | সংখ্যা |
১ | সাব-রেজিস্ট্রার | ১ জন |
২ | অফিস সহকারী | ১ জন |
৩ | মোহরার | ২ জন |
৪ | টিসি মোহরার | ১ জন |
৫ | অফিস সহায়ক | ১ জন |
এছাড়াও, অত্র অফিসে প্রয়োজনীয় সংখ্যক নকলনবীশ রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস